৬ তলা থেকে পড়ে আরেক জন আশঙ্কাজনক, নিহত ১

আগুন
এফআর টাওয়ারে দুপুরে আগুনের সূত্রপাত

পিবিএ,ঢাকা : এফআর টাওয়ারের আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । ৩টা ৩২ মিনিটে ৬ তলা থেকে পড়ে আরেক ব্যক্তি নিহত হওয়ার আশঙ্কা দেখা গেছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাতনামা নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হবে। তাকে কর্মিটোলা সরকারী হাসপাতালে নেয়া হয়েছিল।

সর্বশেষ খবর পাওয়া এফআর টাওয়ারের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিটের পাশাপাশি সেনা-নৌ- বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় নিয়োজিত হয়েছে। সেনা বাহিনীর একটি হেলিকপ্টার ভবনের আগুন নিয়ন্ত্রেণেও কাজ করছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলে জানান পিবিএ’র ঢাকা মেডিকেল প্রতিনিধি ।

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের ২২ তলা এফআর টাওয়ারে দুপুরে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট কাজ করছে। ভবনের ভেতরে বিভিন্ন অফিসের বহু লোক আটকা পড়েছে। ভেতরে প্রচন্ড ধোঁয়ার কথা জানান আটকে পড়া ব্যক্তিরা।

আগুন
বনানীর এফআর টাওয়ারে আগুন

আহতদের মধ্যে একজন শ্রীলংকান নাগরিক ছিল। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন থেকে বাঁচার জন্য ৪ ব্যক্তি লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাতপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...