পিবিএ, ঢাকা: রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আজ শনিবার (৩০মার্চ) বনানী থানায় মামলাটি করা হয়।
গত বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধ শতাধিক জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আজ আহতদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। এনিয়ে এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মোস্তফা কামালের মৃত্যু হয়।
পিবিএ/এএইচ