এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যান ইউ

man-u-PBA

পিবিএ,ডেস্ক: আর্সেনালকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার রাতে এমিরেটস স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছেন ওলে গার্নার সোলকজারের শিষ্যরা। হোসে মরিনহোর জায়গায় স্থলাভিসিক্ত নতুন কোচের অধীনে ম্যান ইউয়ের টানা জয়রথ চলছেই।

ম্যাচের ৩১তম মিনিটের মাথায় রোমেলু লুকাকুর পাস থেকে ম্যান ইউকে এগিয়ে দেন চিলির ফরোয়ার্ড সানচেস। এর দুই মিনিটের মাথায় ব্যবধান আরো বাড়ান জেসে লিনগার্ড। প্রথমার্ধেই একটি গোল পরিশোধ করে দলকে খেলায় ফেরানোর আভাস দেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। তবে সেখানেই শেষ। উল্টো ৮২তম মিনিটে অঁতনি মার্সিয়াল দলের পক্ষে তৃতীয় গোলটি তুলে নিলে জয় নিশ্চিত হয়ে যায় ম্যান ইউ’র।

পিবিএ/এফএস

আরও পড়ুন...