এফ আর টাওয়ারের আগুন নিভলো ৭ ঘন্টা পর

 

পিবএ,ঢাকা: রাজধানীর বনানীর কামাল আতার্তুক এভিনিউ’র ২২ তলা ভবন এফআর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ৭ ঘন্টা ফায়ার সার্ভিসের ২৩ টি ইউনিট কাজ করার পর সন্ধ্যা ৭টায় আগুন পুরোপুরি নিভে যায়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বহুতল ওই ভবনের নয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরা কাজ করে। এছাড়া তাদের সঙ্গে যোগ দিয়েছেন এখানকার স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

এ পর্যন্ত ভবনটি থেকে শতাধিক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রাণ বাঁচাতে ৮ জন ভবন থেকে নিচে লাফিয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অন্তত সাত জনসহ শেষ খবর পাওয়া পর্য ন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরের ডিউটি অফিসার মিজানুর রহমান। তিনি বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন সার্চিং অভিযান চলছে।

পিবিএ/হক

আরও পড়ুন...