পিবিএ, খেলাধুলা : সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ম্যাচের পর ম্যাচ ডাগ আউটে বসে সময় পার করছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি। কবে সুযোগ পাবেন তারও নিশ্চয়তা নেই। কারণ হায়দরাবাদে চার বিদেশির মধ্যে হচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তাই সাকিব কবে খেলতে পারবেন সেটির কোনও নিশ্চয়তা নেই। তারওপর বিশ্বকাপ আসন্ন। এই অবস্থায় সাকিবের ম্যাচ খেলা জরুরি। কিন্তু চোট থেকে ফিরে এই ম্যাচ অনুশীলন তাঁর হচ্ছে না।
আর এটা দেখেই সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিতে সাকিবকে চিঠি দেওয়া হবে। মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, দলের অনুশীলনে যোগ দিতে দেশে ফিরে আসবেন বাংলাদেশ অলরাউন্ডার।
বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ২২ এপ্রিল। সাকিব কি এই ক্যাম্পে যোগ দেবেন, নাকি ভারতেই থাকবেন? এ প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আকরাম খান, ‘সাকিবকে কাল চিঠি পাঠানো হয়েছে। সে ২০ বা ২২ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবে।’
এর মধ্যে হায়দরাবাদের দুটি ম্যাচ আছে। বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ। ২১ এপ্রিল ম্যাচ কেকেআরের বিপক্ষে। ওই ম্যাচ পর্যন্ত দলে থেকে সাকিবের ফিরে আসার সম্ভাবনা বেশি।
সামনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, তারপর রয়েছে বিশ্বকাপ। কিন্তু সাকিবের প্রস্তুতি সেভাবে হচ্ছে না। বিপিএলের ফাইনালে চোট পেয়ে যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। সাকিব মনে করেছিলেন, আইপিএল খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবেন। কিন্তু সেখানে যে একাদশেই সুযোগ মিলছে না। তাই বিসিবি সাকিবের বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে থাকাটাই বেশি প্রয়োজন মনে করছে। ১ মে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে।
পিবিএ/এমএস