পিবিএ ডেস্ক: ইংল্যান্ড ও ওয়েলসের অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর পর্দা উঠবে ৩০ মে । বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি কত? কী পরিমাণ অর্থ পাবে রানার্সআপ, সেমি-ফাইনালিস্ট দলগুলো? এই নিয়ে কৌতুলের শেষ নেই। এসব প্রশ্নের জবাব দিয়েছে আইসিসি।
এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ১০ মিলিয়ন তথা এক কোটি ডলার। এর মধ্যে চ্যাম্পিয়ন দল এবার ইতিহাসের সবচেয়ে বেশি অর্থ পুরস্কার পাবে। ৪০ লাখ মার্কিন ডলার! বাংলাদেশি টাকায় অর্থের পরিমাণটা প্রায় ৩৩ কোটি ৬০ লাখ!
রানার্স-আপ দল পাবে এর অর্ধেক, প্রায় ১৮ কোটি ৮০ লাখ টাকা! সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে প্রায় ৬ কোটি ৭২ লাখ টাকা করে। এছাড়া লিগ পর্বে প্রতি ম্যাচ জেতার জন্যও পুরস্কার রয়েছে। সেক্ষেত্রেও টাকার অঙ্কটা ছোট নয়। একেকটি ম্যাচ জিতলে প্রতিটি দল পাবে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা করে।
লিগ পর্ব থেকেই বিদায় নেওয়া ছয় দল পাবে এক লাখ ডলার করে। বাংলাদেশি টাকায় অর্থের পরিমাণ প্রায় ৮৪ লাখ।
পিবিএ/হক