‘পরকীয়া’ এবার ঈদ পোশাকের আলোচিত নাম

পিবিএ : এবার ঈদ বাজারে অন্য অনেক পোশাকের মতো পাওয়া যাচ্ছে ‘পরকীয়া’। মেয়েদের এ পোশকের ছবি ছড়িয় পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এ পোশাক নিয়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তবে রাজধানীর কোন মার্কেটে এ পোশাক পাওয়া যাচ্ছে তা জানা যায়নি।
একটি ম্যানিকুইনের গায়ে জড়ানো মেয়েদের এ পোশাকের দাম ধরা হয়ছে ১৪ হাজার সাত শ টাকা।

এ পোশাকের সমালোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হাসান বলেন,

”সভ্যতা যখন অসভ্যতায় পরিনত হয়!!

আজকে একটা পোশাকের নাম দেখলাম “পরকীয়া”, যার মূল্যমান লেখা হয়েছে ১৪০০০+ টাকা। ভাবা যায় আমাদের সভ্যতা সংস্কৃতি দিনকে দিন কোথায় নিয়ে যাচ্ছি আমরা। গেল বছরগুলোতে বাংলাদেশের মার্কেট গুলোতে ভারতীয় বাহারি রকমের পোশাক, নামগুলোও ছিল বাহারি যেমনঃ পাখি, কিরণমালা, ড্যান্স, গলাকাটাপরী, রাজলক্ষ্মী…….. ইত্যাদি।”

কেউ কেউ ফেসবুকে লিখছেন, ‘নামটি কি শালীনতা এবং নৈতিকতা বর্জিত নয়? হয়ত সাধারণ পাব্লিকের আটেনশন সীক করার জন্য এমন নাম দেয়া হয়েছে, কিন্তু নামটি বর্তমান সমাজের জন্য নিশ্চয় অকল্যাণকর।’

পিবিএ/জেআই

আরও পড়ুন...