এবার উয়েফা সুপার কাপে দেখা যাবে নারী রেফারি

পিবিএ স্পোর্টস ডেস্ক: উয়েফা সুপার কাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের নারী রেফারি ৩৫ বছর বয়সী​ স্তেফানি ফ্রাপার্ত। উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করা প্রথম নারী রেফারি বনেও যাবেন তিনি। ১৪ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে ইউরোপা লিগ জয়ী চেলসি ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী লিভারপুল।

গত মাসে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন তিনি। এর আগে গেল মৌসুমের ফরাসি লিগ ওয়ানে প্রথম নারী রেফারি হিসেবে আমিয়েঁ-স্ত্রাসবার্গ ম্যাচের দায়িত্বে ছিলেন ফরাসি এই রেফারি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...