এবার এমপি শাওন নজরদারিতে, ব্যাংক হিসাব তলব

ক্যাসিনো
আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এবং যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলোচিত ইসমাইল হোসেন সম্রাট।

পিবিএ, ঢাকা: আলোচিত সমালোচিত আরেক সাবেক যুবলীগ নেতা ও বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এবং যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলোচিত ইসমাইল হোসেন সম্রাটের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভোলার লালমোহন-তজুমদ্দিনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ইসমাইল হোসেন সম্রাটের ব্যাংক হিসেবে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে, তার হিসাব পাঁচ দিনের মধ্যে দিতে বলা হয়েছে তফসিলি ব্যাংকগুলোকে। শাওন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছেন বলেও জানায় একটি সূত্র।

অবৈধ লেনদেন ও মানি লন্ডারিংয়ের বিষয় অনুসন্ধান করতে সম্রাটের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। নুরুন্নবী চৌধুরী শাওন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি পদে ছিলেন।

এ ছাড়া ক্যাসিনো–কেলেঙ্কারির ঘটনায় আটক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজ ও রিমান্ডে থাকা যুবলীগ অপর নেতা জিকে শামীমের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত (অবরুদ্ধ) করেছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে তাদের স্ত্রী, মা বা স্বজনদের নামে কোনো হিসাব থাকলে তাও স্থগিত করা হয়েছে। অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় এসব হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার তফসিলি ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জিকে শামীম, তার মা–বাবা ও স্ত্রীর নামের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য অবরুদ্ধ রাখতে হবে।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সোমবার যুবলীগের নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও কৃষক লীগ নেতা শফিকুল আলম এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট হিসাবের বিস্তারিত চেয়েছে।

এদিকে যুবলীগের সাবেক নেতা নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য তলব করেছে এনবিআর। সোমবার এ-সংক্রান্ত চিঠি বিভিন্ন ব্যাংকে পৌঁছেছে বলে জানা গেছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...