এবার গাছ তলায় ক্লাস নিলেন রাবি অধ্যাপক ড. ইফতিখারুল

আকরাম হোসাইন,রাবি: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে এবার গাছ তলায় ক্লাস নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের সামনে সশরীরে ক্লাস নেন তিনি।সামাজিক দূরত্ব বজায় রেখে ‘আরবি সাহিত্যের প্রাচীন থেকে বর্তমান’ সামগ্রীক বিষয়ে আলোচনা করেন। অন্তত ১৫-২০ জন শিক্ষার্থী অংশ নেন।

ক্লাসের বিষয়ে অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, এই শিক্ষার্থীরাই বাজারে যাচ্ছে, মেডিকেলে যাচ্ছে, অফিসে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে কোন সমস্যা হচ্ছে না। কিন্তু ক্লাসে উপস্থিত হলেই যত অসুবিধা।

এভাবে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষা ব্যবস্থা ধংসের দারপ্রান্তে এসে পৌঁছেছে। এখনও সময় আছে যদি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয় তাহলে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো।

তিনি আরও বলেন, ইউজিসির মাধ্যমে সরকার আমাদের যে পরীক্ষা নিতে বলেছে আমরা এটার বিপক্ষে। আমরা মনে করি এটার মাধ্যমে কোন শিক্ষার্থীর মান যাচাই করা সম্ভব না।
আমরা অনলাইনে ক্লাস নিতে গিয়ে দেখেছি ২০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হতে পারছে না শুধুমাত্র নেটওয়ার্কিং সমস্যা থাকার কারনে। সেখানে আমরা অনলাইনে পরীক্ষা নিবো কিভাবে।

এসময় তিনি অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান এবং প্রতি সপ্তাহে রোববার ও বুধবার একই স্থানে ক্লাস চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে চলতি বছরের ২৭ মে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের নিয়ে প্রতীকি ক্লাস নেন তিনি।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে গাছতলায় ক্লাস নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও ৩ জন শিক্ষক। তারা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন, ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কণক।

 

আরও পড়ুন...