চেন্নাই ফ্লাইট পরিচালনা করবে ইউ-এস বাংলা

পিবিএ,ঢাকা: প্রথমবারের মতো ভারতের চেন্নাইতে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স । দক্ষিন এশিয়ায় অন্যতম এ গন্তব্যে যাত্রা শুরু করা হবে আগামী ৩১ মার্চ থেকে । প্রাথমিক অবস্থায় রবি,মঙ্গল ও বৃহস্পতিবারে দুপুর ১.৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বিকাল ৪.৩০ মিনিটে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬.০০টায় ঢাকায় পৌছাবে।

বুধবার (২০ মার্চ) দুপুর পৌন ১২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।

এ সময় ভাড়ার বিষয়ে বক্তারা বলেন, ঢাকা চেন্নাই রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৫,০৪৩ টাকা এবং ফিরতি ভাড়া ২৪,২২৩ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-চেন্নাই রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৬,০৪৫ টাকা এবং ফিরতি ভাড়া ২৬,২২৫ টাকা নির্ধারন করা হয়েছে।

সংবাদ সম্মেলন হতে জানা যায়, সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এ্যাপোলো হাসপাতাল, চেন্নাই এর সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিজনের জন্য ৩৭,৯৯০ টাকায় একটি হেলথ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ এর মধ্যে রয়েছে, ঢাকা-চেন্নাই-ঢাকা ফিরতি এয়ার টিকেট, দুই জনের জন্য ২ রাত ৩ দিন থাকার ব্যবস্থা করা হয়েছে, কমপ্লিমেন্টারি সকালের নাস্তা, ফ্রি ভিসা ইনভাইটেশন লেটার, ফ্রি ডক্টরস এ্যাপয়নমেন্ট, ফ্রি এয়ারপোর্ট পিক-আপ সহ এ্যাপোলো মাস্টার হেলথ চেক প্যাকেজ ।

এ্যাপোলো মাস্টার হেলথ চেক প্যাকেজের মধ্যে রয়েছে, হেমোগ্রাম, ব্লাড সুগার টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন, কমপ্লিট ইউরিন অ্যানালাইসিস, ই.সি.জি, এক্স-রে, পাপ স্মেয়ার ইত্যাদি।

হেলথ প্যাকেজ ছাড়াও পর্যটকদের জন্য নূন্যতম ৩২,৪৯০ টাকায় ২ রাত ৩দিনের হলিডে প্যাকেজ ঘোষনা করা হয়েছে। এছাড়া ঢাকা-চেন্নাই-ঢাকা ফিরতি এয়ার টিকেট, দুই জনের জন্য ২ রাত ৩ দিন থাকার ব্যবস্থা করা হয়েছে।

ইউএস-বাংলা জানায়, ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

ইমরান আসিফ বলেন, ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। যার মধ্যে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন ব্যবস্থা রয়েছে। সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাইয়ে যাত্রী নিয়ে যাবে সংস্থাটি। প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যাত্রা শুরুর পর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার রেকর্ড ৯৮ দশমিক ৭ শতাংশ। রয়েছে আন্তর্জাতিকমানের ইন-ফ্লাইট সুবিধা। আমাদের কাছে সব যাত্রীই ভিআইপি।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স এর চীফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ, হেড অব সেলস এন্ড মার্কেটিং শফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার-মার্কেটিং সাপোর্ট এন্ড পাবলিক রিলেশনস মো: কামরুল ইসলাম এবং এ্যাপোলো হসপিটাল, চেন্নাই এর ইন্টারন্যাশনাল প্যাশেন্ট ডিভিশন এর সিনিয়র গ্রুপ জেনারেল ম্যানেজার জিথু জোসি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...