পিবিএ ডেস্ক: এ সময়ের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি একটি মোবাইল ফোনের চারটি বিজ্ঞাপনে মডেল হয়ে দর্শক প্রশংসা কুড়িয়েছেন তিনি। কাজ করছেন সমানতালে ওয়েব সিরিজি ও চলচ্চিত্রেও। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার।
সম্প্রতি বিজ্ঞাপনে কাজ করা নিয়ে মিম বলেন, যখন গ্রামীণফোনের বিজ্ঞাপনের কাজ শুরু করি, তখনই মুগ্ধ হয়েছিলাম এর ছোট গল্পগুলো পড়ে। নারী পিছিয়ে নেই- এটাও কিন্তু বিজ্ঞাপনগুলোর গল্পে স্পষ্ট।
এদিকে বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনে মিমের সাথে জুটি বেঁধে কাজ করেছেন সংগীতশিল্পী তাহসান খান। তাহসানকে নিয়ে মিম বলেন, তাহসানের সঙ্গে এর আগে বেশকিছু নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করেছি। আমাদের বোঝাপড়া ভালো বলেই হয়তো এ পর্যন্ত একসঙ্গে যতগুলো কাজ করেছি, তা দর্শকের ভালো লেগেছে।
এদিকে নতুন বছর দুইটি চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন মিম। ‘পরাণ’ ও ‘ইত্তেফাক’ শিরোনামের ছবি দুইটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।
পিাবিএ/বিএইচ