এবার তেলেগু ছবিতে বাংলাদেশের মেঘলা

এবার তেলেগু ছবিতে বাংলাদেশের মেঘলা

পিবিএ,ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে তেলেগু চলচ্চিত্রে কাজ করেছেন মেঘলা মুক্তা। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’।

শিবা গণেশ পরিচালিত ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’-এ মেঘলার বিপরীতে রয়েছেন তানিশক রেড্ডি। এর আগে নির্মাতা জানিয়েছিলেন, মেঘলা এই ছবিতে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম চৈত্রা।

বাংলাদেশের অনেক তারকাই অভিনয় করছেন ভারতীয় বাংলা ছবিতে। ফেরদৌস, জয়া আহসান, শাকিব খান, নিরব, জ্যোতিকার পর নাম উঠে এলো মেঘলা মুক্তার নাম। প্রথম বাংলাদেশি হিসেবে তেলেগু ছবিতে কাজ করলেন মেঘলা।

গেল বছরের শুরুর দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কেরালায় শুটিং হয়েছে এই তেলেগু ছবির। ১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। ছবিটি প্রযোজনা করেছেন অজয় পাটনায়েক। সংগীতও অজয়ের।

ফেসবুক লাইভে মেঘলা মুক্তা বলেছেন, শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর ছবি। তেলেগু সিনেমায় অভিষেক হচ্ছে তাঁর, আর এ কারণে তিনি খুব আনন্দিত।

‘বাংলাদেশের মেয়ে হয়ে এত বড় জায়গায় আসা, আমি সত্যিই উত্তেজিত, নার্ভাসও,’ বলেন মেঘলা। সিনেমার সাফল্যের জন্য সবার দোয়া চান তিনি।

মডেলিং দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন মেঘলা মুক্তা। বাংলাদেশের ‘পাষাণ’ চলচ্চিত্রে ‘বেবি বেবি’ আইটেম গানে দেখা যায় তাঁকে। সর্বশেষ তাঁর অভিনীত ‘নবাব’ ছবিটি মুক্তি পায়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...