পিবিএ, ঢাকা: গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান কাল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন।
আজ সোমবার (১ এপ্রিল) বেলা তিনটায় গণফোরামের প্যাডে পাঠানো চিঠিতে তিনি দু-এক দিনের মধ্যে শপথ নেওয়ার আগ্রহের কথা জানান। তবে স্পিকার তাঁকে আগামীকাল দুপুর ১২টায় শপথগ্রহণের জন্য সময় দিয়েছেন।
এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের সিদ্ধান্তে শপথ নেন আওয়ামীলীগের সাবেক নেতা এবং ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর।তিনি ধানের শীষ প্রতীক ব্যবহার করে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
মোকাব্বির খান প্রথম আলোকে বলেন, ‘দলীয় সিদ্ধান্তেই আগামীকাল শপথ নিচ্ছি।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে দলীয় প্রতীক উদীয়মান সূর্যে নির্বাচন করেন।
এবারের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আটটি আসনে জয়লাভ করে। তার মধ্যে বিএনপি ছয়টি ও গণফোরাম দুটি আসন পায়।
নির্বাচনে নজিরবিহীন কারচুপির অভিযোগে ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার পাশাপাশি এই সংসদে যোগ না দেয়ার এবং শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিএনপির কোন নির্বাচিত কোন সদস্য শপথ না নিলেও গণফোরামের সদস্যরা শপথ নিচ্ছেন। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ঐক্যফ্রন্ট আর কোন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের কারণে ঢাকা সিটি কর্পোরেশন এবং চলমান উপজেলা নির্বাচনেও বর্জন করে বিরোধীদলীয় জোট। ফলে নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি অনেক কমে যায়।
বিএনপি শপথ না নেওয়ার ব্যাপারে এখনো অনঢ়। সংবিধান অনুযায়ী চলতি মাসের মধ্যে নির্বাচিত ব্যক্তিদের শপথ নিতে হবে।
পিবিএ/এএইচ