এবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল ফ্রান্স

পিবিএ, ডেস্ক– আবার উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। এবার প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর পদত্যাগের দাবিতে শনিবার ইয়েলো ভেস্ট আন্দোলন শুরু হয়েছে।

দেশটির রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকা থেকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। ব্যারিকেড জ্বালানোর পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ।

মধ্য প্যারেসের রাজপথ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পথে টহল দিচ্ছে সাঁজোয়াযান। বিভিন্ন এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। হিংসায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৭০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

রাজধানীর পাশাপাশি দেশের অন্য এলাকা থেকেও এ দিন বিক্ষোভের খবর এসেছে। বহু এলাকায় পথ অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। সারা দেশে প্রায় ৩১ হাজার বিক্ষোভকারী এতে অংশ নিয়েছে বলে সরকার জানিয়েছে। এর মধ্যে শুধুমাত্র প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৮ হাজারের বেশি।

এদিকে, আন্দোলনকারীদের সহিংসার পথ ত্যাগ করার আবেদন করেছে সরকার। না হলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে দেশটিতে তেলের দাম বাড়ানো নিয়ে আন্দোলন হয়েছে। এ আন্দোলনের মুখে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...