পিবিএ ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহ নাইসে একটি লরি থেকে ৩০ জনের বেশি পাকিস্তানিকে উদ্ধার করা হয়েছে। লরির পাকিস্তানি চালককেও আটক করা হয়েছে। লরিতে করে লুকিয়ে ফ্রান্সে প্রবেশের চেষ্টা করছিল তারা। শনিবার দেশটির রাষ্ট্রীয় আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত সপ্তাহে লন্ডনের মধ্যাঞ্চল থেকে ২০ মাইল দূরে এসেক্সের গ্রেস শহরের শিল্প এলাকায় একটি রেফ্রিজারেটেড লরির কনটেইনার থেকে ৩৯টি লাশ উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া লোকজনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের সবাই ভিয়েতনামের নাগরিক বলে জানিয়েছে তারা।
পিবিএ/বাখ