এবার বনলতায় মাত্র ৪ ঘন্টায় ঢাকা থেকে রাজশাহী

পিবিএ, ঢাকা: এবার বনলতায় ঢাকা থেকে রাজশাহী যাওয়া যাবে মাত্র ৪ ঘন্টায় । ১২টি বগি নিয়ে এই ট্রেন বিরতিহীনভাবে চলবে। চলতি মাসেই এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্দোনেশিয়া থেকে ক্রয় করা নতুন ট্রেন দিয়ে এই সার্ভিস চালু করা হবে বলে রেলওয়ে সূত্র জানায়।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-রাজশাহী রেলপথে প্রস্তাবিত আন্তঃ নগর ট্রেন রাজশাহী থেকে ছাড়বে সকাল ৭টায় এবং ঢাকায় পৌঁছাবে বেলা ১১টায়। এই ট্রেন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছাড়বে বেলা দেড়টায়। ট্রেনটি রাজশাহী রেলস্টেশনে পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়। ট্রেনটির প্রস্তাবিত নাম রাখা হয়েছিল গ্রিনসিটি, রূপসী বাংলা, হিম সাগর, বনলতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনলতা নাম ঠিক করেন। প্রস্তাবিত ভাড়া শোভন চেয়ার ৩৭৫ টাকা, স্নিগ্ধা ৭১৯ টাকা, শীতাতপনিয়ন্ত্রিত কেবিনে প্রতি আসন ৮৬৩ টাকা এবং বার্থ ১ হাজার ২৮৮ টাকা।

পদ্মা, ধূমকেতু ও সিল্কসিটি এক্সপ্রেস নামে তিনটি আন্তঃনগর ট্রেন বর্তমানে চলাচল করছে ঢাকা-রাজশাহী রুটে। আসা-যাওয়ার পথে ১০ থেকে ১৪টি রেলস্টেশনে যাত্রাবিরতি করে এসব ট্রেন। তাই রেলপথে ঢাকা থেকে রাজশাহী যেতে প্রায় ৭ ঘণ্টা সময় লেগে যায়। এর মধ্যে একাধিক রেলস্টেশনে যাত্রাবিরতি করায় ১ ঘণ্টার মতো বাড়তি সময় চলে যায়।

পিবিএ/জেআই

আরও পড়ুন...