এবার বিজেপির বিচার হবে: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ বাংলায় একটি আসনও বিজেপিকে নয়। তৃণমূল একাই ৪২ আসনে লড়বে। বিজেপির মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না। এই বাংলায় সাম্প্রদায়িক বিজেপিকে হটিয়ে তৃণমূলের জয় ছিনিয়ে আনতে হবে। জনগণের গর্জনে হটে যাবে বিজেপি। এবার তাদের বিচার হবে। এই বাংলায় বিরোধীদের বিসর্জন দেবে তৃণমূল। এবিপি নিউজ

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রোববার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে জনগর্জন সভার ডাক দেয়। এতে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী যোগ দেন।

মমতা স্লোগান তোলেন, বিজেপি হাজার হাজার মানুষের চাকরি খেয়েছে। এবার বিচার হবে। মানুষ সেই হিসাব বুঝে নেবেন। সময় এসেছে। এবার ওদের বিচার হবে। জেলায় জেলায় বিজেপির বিরুদ্ধে গর্জন সভা শুরু করুন, বিজেপিকে বিসর্জনের ডাক দিন। বিজেপির বিরুদ্ধে উদ্বাস্তুদের গর্জন, মতুয়াদের গর্জন, সংখ্যালঘুদের গর্জন ও বিসর্জনের আওয়াজ তুলুন। ঘরে ঘরে গিয়ে ওরা তল্লাশি করবে। ভয় পাবেন না। বাংলার মানুষ আছে আপনাদের সঙ্গে। তাই আজই শুরু করে দিন বিজেপিবিরোধী গর্জন।

আরও পড়ুন...