এবার ভারত ছাড়ছেন আরেক বাংলাদেশি অভিনেতা

চিত্রনায়ক ফেরদৌসের পর এবার আরেক অভিনেতা গাজী আব্দুন নুরকে ভারত ছাড়ার নির্দেশ নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রক
গাজী আব্দুন নুর

পিবিএ,ডেস্ক: চিত্রনায়ক ফেরদৌসের পর আরেক বাংলাদেশি অভিনেতা গাজী আব্দুন নূরের ভিসা বাতিল করে তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবারই ঢাকায় ফিরতে হচ্ছে কলকাতার সিরিয়ালের এ জনপ্রিয় অভিনেতাকে ।

দেশটি জানিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের প্রচারে একটি রোড শো-তে অংশ নেন নূর। প্রচারণায় তার সঙ্গে ছিলেন আরেক তৃণমূল নেতা মদন মিত্র।

বিষয়টি প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেন আরেক রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অভিযোগ আমলে নিয়ে এ অভিনেতার ভিসা বাতিল করে দেশে ফেরার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘রানী রাসমণি’র বাবু রাজচন্দ্র দাসের চরিত্রে অভিনয় করে বেশ পরিচিত পেয়েছেন বাগেরহাটের ছেলে নূর। বৃত্তি নিয়ে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েই অভিনয়ের সঙ্গে যুক্ত হন তিনি।

আরেক অভিনেতা ফেরদৌস কলকাতার বাংলা চলচ্চিত্রে অভিনয়ের ফাঁকে ভারতে চলমান লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির রোষের মুখে পড়েন।

তার ভিসা বাতিল করে তাকে ‘কালো তালিকাভূক্ত’ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। তোপের মুখে বুধবার দেশে ফিরে ক্ষমা চেয়েছেন তিনি।

পিবিএ/আরআই

 

 

আরও পড়ুন...