এবার ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে চুরির মামলা

ঢাবিতে প্রক্টরের ভূমিকা অনেকটা ছাত্রলীগের মতো

পিবিএ, ঢাকা : ডাকসু ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার চুরির মামলা দেওয়া হয়েছে। মামলায় আসামি করা হয়েছে নুরসহ ২৯ জনকে।

শাহবাগ থানায় বুধবার (২৫ ডিসেম্বর) মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ডিএম সাব্বির হোসেন।

ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) শেখ মো. শামীম জানান, ডাকসু ভিপি নুর বহিরাগতদের নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যদের ওপর হামলা করেছেন এমন অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে ডাকসু ভবনে প্রবেশ করে হত্যার উদ্দেশে মারধর ও চুরির অভিযোগ আনা হয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...