এবার মডেল এভ্রিলের খোলামেলা ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মুকুট হারানো জান্নাতুল নাঈম ওরফে এভ্রিল এবার আলোচনায় এসেছেন ইনস্টাগ্রামে বিকিনি পরে নাচের ভিডিও পোস্ট করে। শনিবার (২৮ ডিনেস্বর) তার নিজের ইনস্টাগ্রামে খোলামেলা পোশাক পরে একটি ভিডিও পোস্ট করেন এভ্রিল।

ভিডিওতে দেখা যায়, একটি ইংরেজি গানের সুরে নেচে চলেছেন তিনি। এভ্রিলের ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটি এরই মধ্যে ১৬ হাজারেরও অধিকবার দেখা হয়েছে। কমেন্টের ঘরের নানা রকম মন্তব্য করছেন নেটিজনরা।

https://www.instagram.com/p/B6nxudAgsBW/?utm_source=ig_web_copy_link

এই প্রথম নয়, এর আগেও বিকিনি পরে সমালোচিত হয়েছেন এভ্রিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার খোলামেলা পোশাকের ছবি। ছবিতে রঙ-বেরঙের বিকিনি পোশাকে একটি সুইপিং পুলের পাশে তাকে পোজ দিতে দেখা গেছে।

https://www.instagram.com/p/B4U0sQ6Asms/

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগী হিসেবে আলোচনায় আসেন এভ্রিল। ২০১৭ সালের ২৯ শে সেপ্টেম্বর সেরার মুকুট মাথায় নিয়েও সেখান থেকে সরে আসতে হয় তাকে।

পিবিএ/বিএইচ

 

আরও পড়ুন...