এবার মুখ খুললেন খালেদ মাসুদ পাইলট

পিবিএ স্পোর্টস: ক্রিকেটারদের বেতন-ভাতাদি বাড়ানোসহ ১১ দফা দাবিতে জাতীয় ক্রিকেট দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে। সাকিব-তামিমদের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে হার্ডলাইনে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের দাবিগুলোকে স্রেফ উড়িয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণও করেছেন তিনি। তবে বিসিবির এতটা কঠোর হওয়া উচিত হয়নি বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাশাপাশি ক্রিকেটারদের দাবিগুলোকে যৌক্তিক বলছেন তিনি।

সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, খেলোয়াড়দের দাবি সম্পূর্ণ যৌক্তিক। এগুলো তাদের ন্যায্য পাওনা। এমন কঠোর হওয়া বিসিবির উচিত হয়নি। এটি বোর্ডের ভুল হয়েছে। সবাই সাকিব-তামিম হতে পারবে না। তাই ঘরোয়া ক্রিকেটে টাকাটা বাড়িয়ে দেয়া উচিত। খেলোয়াড়দের রুটি-রুজি এটাই।

পাইলটের আশা, সঠিক সিদ্ধান্ত নেবে বিসিবি। পাপন ভাই ভালো মানুষ। তার পেছনে কিছু মানুষ লেগে আছে। তাকে ভুল পথে ঠেলে দিচ্ছেন। ক্রিকেটারদের দেখে নিতে উনাকে প্রভাবিত করা হচ্ছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...