পিবিএ ডেস্ক: জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানার খোঁজে নামে ২ আগস্ট থেকে চ্যানেল আইতে শুরু হয় রিয়েলিটি শো। কিন্তু শুরুতেই এ উদ্যোগ নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। অনুষ্ঠানের একাধিক ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যাতে প্রতিযোগীদের স্টাইল-ফ্যাশনসহ নানা বিষয়ে কটূক্তি ও তামাশা করেছেন বিচারকরা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি বলেন, ‘আমি সবাইকে বিষয়টি ইতিবাচকভাবেই দেখতে বলব। এটি জনগণের প্রতিক্রিয়া। অনেকের ভালো লাগা রয়েছে। আবার অনেকের খারাপ লাগা রয়েছে। সমালোচিত ভিডিওগুলো স্ক্রিপ্টেড ছিল। আর সমালোচনা সবসময় আমাদের নতুন করে ভাবতে শেখায়। এ সমালোচনাও তেমন। যারা প্রোগ্রামের স্ক্রিপ্ট করেন তারা নতুন করে আবারো প্রোগ্রামটি সাজাবেন। এর আগে এসব সমালোচনার জবাবে মুখ খোলেন আরেক বিচারক শবনম ফারিয়া।
দর্শকদের অভিযোগ, বিচারকরা প্রতিযোগীদের প্রতিনিয়ত অপমান করছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন প্রতিযোগীর চুলের কাটিং নিয়ে ঠাট্টা করছেন বিচারকের আসনে বসা পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি। এ ছাড়া পরিচালক শাফায়েত মনসুর রানা, অভিনেত্রী জাকিয়া বারী মম, শবনম ফারিয়া ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজকেও প্রতিযোগীদের সঙ্গে রূঢ় আচরণ করতে দেখা যায়।