পিবিএ ডেস্ক: প্রথম ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় করলেও খানিকটা রয়ে সয়ে বলি পর্দায় দেখা দিয়েছিলেন সারা আলি খান। পোশাকে মধ্যমতা ধারণ করেই সিনে পর্দায় এসেছিলেন সাইফ কন্যা। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন।
সারার ‘কিউট মোমেন্ট’ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হলেও ‘গার্ল টু দ্য নেক্সট ডোর’ ইমেজ ধরে রাখা ‘সিম্বা’ অভিনেত্রী এবার প্রকাশ্যে এলেন বিকিনি অবতারে। শ্বেতশুভ্র শরীরে বিকিনি পরা সারা যেন অন্যভাবে হাজির হলেন।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন সারা। সেখানকার একটি পাঁচতারকা হোটেলের সুইমিং পুলে সাঁতারের পাশাপাশি রোদ পোহাতে দেখা যায় ‘কেদারনাথ’ সিনেমার রাম ভূমিকায় অভিনয় করা সারাকে।
সারার সঙ্গে ছিলেন বান্ধবী কাম্য অরোরা ইন্সটাগ্রামের সারার ছবি দেখে এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ সারা! যেকোনো পোশাকেই তুমি সেরা। বেস্টফ্রেন্ড কাম্য অরোরাকে সঙ্গে নিয়ে মালদ্বীপে গেছেন সারা। ভিটামির-সি’র খোঁজে গিয়ে কখনো চা পান করছেন আবার কখনো প্লেট ভর্তি খাবার খাচ্ছেন। ইন্সটায় দিয়েছেন ডায়েট চার্টও।