মাঠ ও মাঠের বাইরের সময় একেবারেই যেন ভালো যাচ্ছে না ক্রিকেটার নাসির হোসেনের। বিয়ে নিয়ে নানা সামালোচনার রেশ না কাটতেই এবার সামনে এসেছে নতুন ইস্যু।
স্ত্রী তামিমার সঙ্গে তার বিয়ে অবৈধ বলে প্রতিবেদন দিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। এ নিয়ে চরম বিপাকে পড়েছেন নাসির।
আর এ ঝড়ের মধ্যেই সুখবর পেয়েছেন এক সময়ের জাতীয় দলের এ অলরাউন্ডার। আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) জন্য ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তিনি। ইয়ো ইয়ো টেস্টে পেয়েছেন ১৭ নম্বর।
শনিবার মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নেন এনসিএলে খেলার অপেক্ষায় থাকা ক্রিকেটাররা। দলগুলোর প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল স্কোয়াডে জায়গা পাবেন।
এর ফলে এনসিএলে খেলতে আর কোনো বাধা রইল না নাসিরের। এর আগে এনসিএলের জন্য গত মার্চে ইয়ো ইয়ো টেস্টে নাসির পেয়েছিলেন ১৭.১। তবে তার আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝখানে বিপ টেস্টে কম স্কোর তোলায় সমালোচিত হয়েছিলেন।
এদিকে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে টেস্ট ক্রিকেটারদের জন্য এনসিএল’কে প্রস্তুতি হিসাবে অনেকেই দেখছেন।