হংকংয়ে এবার মুখে মুখোশ পরে রাজপথে বিক্ষোভকারীরা

পিবিএ ডেস্ক: গত শুক্রবার এক বিশেষ আইন জারির মাধ্যমে সব ধরনের সমাবেশ, বিক্ষোভ ও র‍্যালিতে মাস্ক বা মুখোশ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে হংকং সরকার। কিন্তু সেই আইন ভঙ্গ করে আজ ফের মুখে মুখোশ পরে রাজপথে নেমে আসে বিক্ষোভকারীরা।

আজ (৬ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ প্রকাশিত এক খবরে বলা হয়, হংকংয়ে সরকারবিরোধী আন্দোলন আরো জোরালো হয়েছে। কোনভাবেই দমানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। সরকারি আইন অমান্য করে আজ প্রায় ১০ হাজার বিক্ষোভকারী ফের রাজপথে নেমে আসে।

সরকারি আইন অমান্য করে ফের মুখোশ পরে রাজপথে নেমে আসা প্রসঙ্গে এক বিক্ষোভকারী জানান, আমাদের এই আন্দোলন যথেষ্ট যৌক্তিক। নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সরকার আন্দোলন থামাতে অনেক চেষ্টা করছে। কিন্তু আমরা এসবে ভীত নই। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৯ জুন থেকে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয় হংকংয়ে। এই বিল বাতিলের দাবিতে চলমান এই আন্দোলনে গত কয়েকদিনে বেশ কয়েকবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে প্রায় দেড়শরও অধিক। কথিত এই অপরাধী প্রত্যর্পণ বিলে উল্লেখ রয়েছে, হংকংয়ে কেউ গ্রেপ্তার হলে তাকে চীনের হাতে তুলে দেয়া যাবে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...