পিবিএ ডেস্ক: ক্যারিয়ারের যাত্রা ধীরগতিতে চললেও সাফল্যের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা জমা হয়ে গেছে পরিনীতি চোপড়ার। তাঁর পরবর্তী সিনেমাটিও বেশ আলোচনা তৈরি করবে সেই বিষয়টির আভাস পাওয়া যাচ্ছে এখন থেকেই। বলিউডে নির্মিত হতে যাচ্ছে তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিক।
আর এই সিনেমার মূল চরিত্রের অভিনয় করবেন পরিনীতি। এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভক্তদের আনন্দ শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিনীতি নিজেই শেয়ার করেছেন সেই কথা। এখন ভক্তরা অপেক্ষায় আছেন কবে নাগাদ শুরু হবে সিনেমাটির শুটিং।
পরিনীতি এ প্রসঙ্গে বলেন, অনেক সিনেমাতেই বেশ চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। এবার হয়তো সাহস দেখালাম। তবে চরিত্রের সাথে নিজেকে ঠিকঠাক উপস্থাপন করতে পরিশ্রম করছি। তাই যতদিন না এই খেলায় আমি পোক্ত হতে পারছি ততদিন সাইনার মতো তারকার বায়োপিকের শুটিং শুরু করা সম্ভব নয়।
আগামী অক্টোবর মাসে শুটিং শুরু করবেন বলে জানা যায়। ছবিটি পরিচালনা করছেন আমোল গুপ্তে। উল্লেখ্য, এই সিনেমায় সাইনার চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে শ্রদ্ধা কাপুরকে পছন্দ করা হয়। তবে পরবর্তীতে কোনো কারণে তাঁর বদলে পরিনীতি চোপড়াকে নেওয়া হয়।
পিবিএ/বিএইচ