এমআই সিসি৯ প্রো’র ফোনে পাঁচ ক্যামেরা, তাও ১০৮ ম্যাগাপিক্সেল!

পিবিএ ডেস্ক: চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার যে চারটি ফোন নিয়ে কাজ করছে তার মধ্যে একটি হলো এমআই সিসি৯ প্রো। ফোনটির পেছনে রয়েছে পাঁচটি ক্যামেরা। এক মডিউলে একসঙ্গে থাকবে তিনটি ক্যামেরা। মডিউলের বাইরে থাকবে আরো দুটি লেন্স। এই পাঁচটির একটিতে থাকবে ১০৮ মেগাপিক্সেলের লেন্স।

সম্প্রতি ফোনটির বেশ কয়েকটি ছবি ফাঁস হয়। এরপরই ফোনটি নিয়ে প্রযুক্তি বিশ্বে আলোচনা হচ্ছে। অন্যদিকে উইবো পোস্টে শাওমি জানিয়েছে, চীনের বেইজিংয়ে এমআই টিভি ৫ ও স্মার্টওয়াচের পাশাপাশি নতুন ফোনটি উন্মোচন করা হবে আগামী ৫ নভেম্বর।

ফাঁস হওয়া এমআই সিসি৯ প্রো’র ছবিগুলোতে দেখা গিয়েছে, ফোনটি জেড গ্রিন রঙের। এই ফোনের পেছনে পাঁচটি ক্যামেরার সঙ্গেই থাকছে ডুয়াল ফ্ল্যাশ। এই ক্যামেরায় থাকছে ফাইভ এক্স অপটিকাল জুম সাপোর্ট।

এমআই সিসি৯ প্রো’তে আরো থাকছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৬ দশমিক ৪ ইঞ্চির ডট নচ স্ক্রিনের ফোনটিতে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।ফোনটিতে ২০ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪০০০ এমএইচ শক্তির ব্যাটারি থাকতে পারে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম হতে পারে ৩৩ হাজার।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...