এমন কোন জাতি নেই যারা আম পছন্দ করেনা। আম হচ্ছে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফল। তাই একে সন্মান দিয়ে ʼফলের রাজাʼ বলা হয়। চলছে পৌষ শীতের ভরা মৌসুম। অথচ এরমধ্যেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনেক আম গাছে মুকুলের দেখা মিলছে। আম গাছের শাখায় শোভা পাচ্ছে স্বর্ণালি মুকুল। শুক্রবার, ৩০ ডিসেম্বর। ছবি : পিবিএ/মোঃ সবুজ ইসলাম