এমপি রতনের স্ত্রী ১০ মাস ধরে স্কুলে যান না, শুধু বেতন তুলছেন!

শুধু বেতন তুলছেন
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী তানভী ঝুমুর

পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী তানভী ঝুমুর। জেলার তাহিরপুর উপজেলা থেকে ডেপুটেশনে এসে বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি। কিন্তু গত ১০ মাস ধরে স্কুলে আসছেন না তানভী ঝুমুর। একদিনের ছুটি নিয়ে স্কুল ছেড়ে এই দীর্ঘ সময় ধরে অনুপস্থিত তিনি। তবে স্কুলে না এলেও বেতন ঠিকই তুলে নিচ্ছেন তানভী।

এমপির স্ত্রী হওয়ায় এ বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা উপজেলা শিক্ষা কর্মকর্তারা মুখ খুলতে নারাজ।

জানা গেছে, তানভী ঝুমুর শিক্ষিকা হিসেবে নিয়োগ পান তাহিরপুর উপজেলার তরঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক শিক্ষা দফতরে তদবির করে তিনি ডেপুটেশনে আসেন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চলতি বছরের ৭ জানুয়ারি অসুস্থতাজনিত কারণ দেখিয়ে একদিনের ছুটি নেন তিনি। কিন্তু এরপর থেকে আর স্কুলে আসেননি তানভী।

একটি সূত্র জানিয়েছে, বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তানভী ঝুমুর। সেখানে ন্যাম ভবনে এমপি রতনের ফ্ল্যাটে থাকছেন তিনি।

তানভী ঝুমুর তাহিপুরের দক্ষিণ শ্রীপুরের মৃত আবুল কাশেমের মেয়ে।

তানভী ঝুমুর স্কুলে না আসা প্রসঙ্গে জানতে চাইল তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি বিদ্যালয়ে ৬ মাস হলো এসেছি। এসে উনাকে পাইনি। তবে উপস্থিতির খাতা দেখে জানতে পারলাম, তানভী ঝুমুর গত ৭ জানুয়ারি একদিনের ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। অনেকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি।’

এদিকে, তানভী ঝুমুর নামে কোনো শিক্ষিকা উপজেলায় আছেন এমনটা জানেন না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহীম বাবর।

শিক্ষিকা তানভী ঝুমুর সম্পর্কে জানতে চাইলে তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপরে শিক্ষিকা তানভীর ঝুমুরের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পিবিএ’র পক্ষ থেকে তানভীর ঝুমুরের মোবাইলে কয়েকবার ফোন দেয়া হলেও ফোন রিসিভ করনেনি।

পিবিএ’র পক্ষ থেকে সোমবার বেলা সাড়ে ১২টায় এ বিষয়ে কথা বলতে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্ত্রী তানভীর ঝুমুর স্কুলে যান। অসুস্থতার জন্য কয়েক দিন স্কুলে নাও যেতে পারে। ১০ মাস ধরে অসুস্থতা কিনা প্রশ্ন করা হলে কোন সদুত্তর দিতে পারেননি।

পিবিএ/এসএ/জেডআই

আরও পড়ুন...