পিবিএ,ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ ৫ বছরের সাজা স্থগিত চেয়ে হাইকোর্টে আপিল করে জামিন আবেদন করেছেন। এর আগে ২১ অক্টোবর হারুন অর রশীদকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় তাকে দণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব। একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
পিবিএ/বাখ