এমসিসি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

moimonsingho-city-corporati

পিবিএ,ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (এমসিসি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে সোমবার (১ এপ্রিল) থেকে। এ ফরম বিক্রি করা হবে আগামী বুধবার পর্যন্ত।

দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

নির্বাচন উৎসবমুখর করতে ঢাকা সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনের মতো সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ উন্মুক্ত রাখার চিন্তা করছে আওয়ামী লীগ। আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশে প্রথমবারের মতো পুরো সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

এতে ১৩০টি কেন্দ্র রয়েছে। ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

মনোনয়ন বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সদস্য ও দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, নির্বাচন উৎসবমুখর করতে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেয়া হয়নি।

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর-দক্ষিণ) ৩৬টি ওয়ার্ড নির্বাচনেও কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদে কাউকে সমর্থন দেয়া হয়নি।

একইভাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনেও এই দুই পদে কাউকে দলীয় সমর্থন দেয়া হচ্ছে না। উন্মুক্ত থাকছে।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পরবর্তী স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায়। মেয়র পদে নৌকার মনোনয়ন কে পাচ্ছেন- এমন প্রশ্নে হানিফ বলেন, যোগ্য, অভিজ্ঞ, দলের জন্য ত্যাগী, সবার কাছে গ্রহণযোগ্য এমন নেতাই দলীয় মনোনয়ন পাবেন।

এদিকে মেয়র পদে দলীয় প্রার্র্থী চূড়ান্তে ময়মনসিংহ মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ আকারে আগামী বুধবারের মধ্যে কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে।

এদিকে ভোটারদের মাঝে ব্যাপক জল্পনা-কল্পনা- কে হচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নগরপিতা। বিএনপি এই নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যক্তিই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পিতা হতে যাচ্ছেন- এমনটিই ধারণা স্থানীয়দের।

পিবিএ/এফএস

আরও পড়ুন...