পিবিএ ডেস্ক: মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এর মর্যাদাপূর্ণ দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ক্রিকেটের দুনিয়ায় আইনকানুনের অভিভাবক হয়ে আগামী এক বছর এই দায়িত্ব থাকবেন এই লঙ্কান কিংবদন্তি।
সাঙ্গাকারা প্রথম উপমহাদেশীয়, এর আগে ব্রিটিশ নাগরিক ছাড়া কেউ এই পদে বসার সুযোগ পাননি। মঙ্গলবার এই ক্লাবটির পক্ষ থেকে সাঙ্গাকারার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়।
ক্রিকেটের সম্মানজনক জায়গায় বসে নিজের রোমাঞ্চ প্রকাশ করতে ভুলেন নি সাঙ্গাকারা, “আমি ভীষণ রোমাঞ্চিত। অতি সম্মানের জায়গায় বসতে যাচ্ছি। এমসিসি সভাপতি হিসেবে আগামী এক বছর দায়িত্ব পালন করতে আমি উদগ্রীব হয়ে আছি।”
তিনি আরো বলেন,
‘আমাদের সামনে সুযোগ খেলাটির পৃষ্ঠপোষকতা বাড়ানো। পাশাপাশি এমসিসি বছর জুড়ে যা যা কাজ করবে তা মানুষকেও জানাতে পারব।’
২০১২ সালে তাকে দেওয়া হয় এমসিসির সম্মানসূচক আজীবন সদস্য পদ। তার সাত বছরের মাথায় ক্লাবটির সর্বোচ্চ পদেও দায়িত্ব দেওয়া হলো লংকার কিংবদন্তি ব্যাটসম্যান।
পিবিএ/ইকে