এরশাদের আসনে মনোনয়নপত্র নিয়েছেন বড় ছেলে সাদ

ফাইল ফটো

পিবিএ,রংপুর: রংপুর-৩ আসনের জন্য জাতীয় পার্টির মনোনয়নপত্র নিয়েছেন এরশাদের বড় ছেলে সাদ এরশাদ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বনানীতে জাতীয় পার্টির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এসময় সাদ বলেন, ‘বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করবো। বাবার অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করবো। সকলের দোয়া প্রত্যাশী। রাজনৈতিক পরিবার থেকে হওয়ার কারণে আমিও ছোটবেলা থেকে রাজনৈতিক নানা বিষয়ের সঙ্গে যুক্ত থেকেছি এবং সমস্যার শিকার হয়েছি। ছোটবেলায়ই জেল খেটেছি। আশা করছি দল আমাকে সাপোর্ট করবে।

রংপুর-৩ আসনে আগামী ৫ই অক্টোবর ভোট গ্রগণের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত। তা বাছাই হবে ১১ই সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৬ই সেপ্টেম্বর।

পিবিএ/বাখ

আরও পড়ুন...