এরশাদের আসনে মনোনয়ন প্রার্থী আ.লীগের ১৬ জন

পিবিএ ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নির্বাচন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৬ জন।

বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ছিল মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ সময়। গণভবনে শনিবার মনোনয়ন বোর্ডের যৌথসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

এর আগে সোমবার থেকে শূণ্য হওয়া রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ নিশ্চিত করেছেন দলটির ১৬ জন প্রার্থী।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন সংগ্রকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরি খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, মহানগর আওয়অমী লীগের প্রচার সম্পাদক রেজাউল ইসরাম মিলন, মহানগর শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূণ্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ি আগামী ৫ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...