এরিককে পেতে আদালতে যাবে বিদিশা

পিবিএ,ঢাকা: এরিক এরশাদকে নিজের জিম্মায় পেতে আইনি লড়াইয়ে নামছেন হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। বিদিশা জানান, এরশাদের মৃত্যুর পর জীবন সংশয়ে রয়েছে তাদের সন্তান এরিকের। গতকাল ইনডিপেনডেন্ট টিভিতে এক স্বাক্ষাতকারে তিনি একথা বলেন।

১৮ বছরের শাহতা জারাব, পরিচিত এরিক এরশাদ নামে। হুসেইন মুহম্মদ এরশাদ ও বিদিশার একমাত্র সন্তান। ২০০৫ সালে এরশাদ ও বিদিশার বিয়ে বিচ্ছেদের পর এরিক কার জিম্মায় থাকবে তা নিয়ে তৈরি হয় জটিলতা। ২০০৯ সালে আদালতে গড়ায় বিষয়টি। এর দুবছর পর ২০১১ সালে আদালতের আদেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এরিকের দায়িত্ব পান এরশাদ।

এরশাদ জীবিত থাকতে এরিকের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ ছিলো বিদিশার। তবে এরশাদের মৃত্যুর পর তৈরি হয়েছে জটিলতা।
বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে সোমবার এরিককে দেখতে গিয়ে বাসায় ঢুকতে ব্যর্থ হন বিদিশা। তার অভিযোগ, সম্পত্তি বা রাজনীতি কোনো কারণে তার সন্তানকে নিয়ে চক্রান্ত চলছে।

সন্তানের অভিভাবকত্ব পেতে শিগগিরই আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী। রংপুরে এরশাদের দাফনে সন্তুষ্ট বিদিশা। জানিয়েছেন, শিগগিরই এরশাদের কবর জিয়ারত করতে যাবেন তিনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...