পিবিএ ডেস্ক : বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড এলআরবি’র ভোকাল এবং গিটারিস্ট আইয়ুব বাচ্চু প্রয়াত হয়েছেন কিছু দিন আগে। যেকারণে ধমকে গিয়েছে ব্যান্ডটির কার্যক্রম। কিন্তু এরকম একটি ব্যান্ড তো থেমে যেতে পারে না। আইয়ুব বাচ্চুর স্মৃতি জাগ্রত রাখতে হলেও এই ব্যান্ডটিকে মাঠে থাকতে হবে। কিন্তু কে হবে আইয়ুব বাচ্চু’র উত্তরসূরী। এই প্রশ্নের উতাতর খুঁজতেই যোগাযোগ করা হয় ব্যান্ডটির বেজ গিটারিস্ট স্বপএনর সঙ্গে। এই প্রশ্নে উত্তরে তিনি বলেন, ‘আসলে আইয়ুব বাচ্চুর রিপ্লেস তো সম্ভব না। ব্যান্ডটিকে সচল করার জন্য একজন ভোকাল দরকার। সেটাই ভাবা হচ্ছে। বিভিন্ন নামকরা ব্যান্ডের অনেকেই ওই যায়গায় আসতে চাচ্ছেন। কিন্তু সেখান থেকে একজনকে নিলে অন্যরা মনে কষ্ট পাবেন। তাই পরিচিত কাউকে ওই পদে ভাবা হচ্ছে না। আমরা একদম নতুন কাউকে নিতে আগ্রহী। সেক্ষেত্রে ‘ভোকাল হান্ট’ কমিপিটিশনের আয়োজন করা হয়েছে। আমরা দেশবাসীকে বলবো তারা যেন তাদের পছন্দের ভোকালকে বেছে নেন।’
এক্ষেত্রে আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুবের এলআরবিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে স্বপন বলেন, ‘না, সেরকম কোন সম্ভাবনা নেই। সে এ পর্যন্ত যতোবার স্টেজে উঠেছে তা শখের বসেই উঠেছে। এলআরবিতে বা প্রফেশনালি মিউজিকে সে কখনো ইনভলব হবে না। ও কানাডায় পড়াশোনা করছে। আর বাচ্চু ভাইও কখনো চাইতেন না যে, তার ছেলে কখনো এই মিউজিককে প্রফেশনালি নেবে। তাই ওর এলআরবিতে যোগ দেওয়ার কোন সম্ভাবনা নেই।’
পিবিএ/জিজি