পিবিএ/ক্রাইম ডেস্কঃ চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা -উত্তর বিভাগ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ রবি (২৩) ও মোঃ দুলাল (২৪) । গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ০১টি এলজি বন্দুক, ০১ রাউন্ড কার্তুজ ও ০১টি ছোরা উদ্ধার করা হয়।
২২ মে, ২০১৯ রাত ১০.৪৫ টায় চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন টেরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।
পিবিএ/এমআর