মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও করণীয় বিষয়ে দেশের গণমাধ্যমকর্মীদের গবেষণাধর্মী প্রতিবেদন প্রণয়নে উৎসাহিত করতে ফেলোশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’ এর আওতায় দেশের ২০ জন গণমাধ্যমকর্মীকে ‘এলডিডিপি জার্নালিস্ট ফেলোশিপ’ দেওয়া হয়েছে।
জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রামটি আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে গণমাধ্যম প্রতিষ্ঠান পরিপ্রেক্ষিত।
অনলাইন মিডিয়ার ফেলোশিপপ্রাপ্তরা হলেন- অনলাইন মিডিয়ার বাংলানিউজের গৌতম চন্দ্র ঘোষ, জাগোনিউজের ইসমাইল হোসাইন রাসেল, বার্তা২৪.কমের তরিকুল ইসলাম সুমন ও ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব।
পত্রিকা থেকে ফেলোশিপপ্রাপ্তরা হলেন- দৈনিক ইত্তেফাকের এম এ জলিল মুন্না রায়হান, যুগান্তরের শিপন হাবিব, সমকালের জাহিদুর রহমান, জনকণ্ঠের বিকাশ নারায়ণ দত্ত, দেশ রূপান্তরের উম্মুল ওয়ারা সুইটি, ভোরের কাগজের রুহুল আমিন, আমাদের সময়ের আসাদুর রহমান, দৈনিক আমার সংবাদের বেলাল হোসেন, ভোরের ডাকের বায়েজীদ মুন্সী, বিজনেস স্ট্যান্ডার্ডের শওকত আলী, নিউ নেশনের হারুন-উর রশীদ।
টেলিভিশনের ফেলোশিপপ্রাপ্তরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টিভির হাসিফ মাহসুদ শাহ, বিটিভির রিপোর্টার মো. নাসির উদ্দিন, ডিবিসির ইউসুফ আলী, চ্যানেল২৪ এর ফয়জুল সিদ্দিকী, আরটিভির সেলিম মালিক।
নির্বাচিত ফেলোরা আগামী তিন মাসের (সেপ্টেম্বর-নভেম্বর) মধ্যে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, করণীয় বিষয়ে গবেষণাধর্মী, উন্নয়নমুখী ও বিশ্লেষণমূলক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ-প্রচার করবেন।