পিবিএ,ঢাকা: প্রতিষ্ঠালগ্ন হতে র্যাব ফোর্সেস জঙ্গি, সন্ত্রাস, মাদকসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকরী ভূমিকা রাখার মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আভিযানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সকল র্যাব সদস্যদের মানসিকভাবে উজ্জীবিত রাখার লক্ষে চলতি শীত মৌসুমে মহাপরিচালক, র্যাব ফোর্সেস মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সকল র্যাব সদস্যদের জন্য “এলিট স্পোর্টস-২০২২” ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায়, র্যাব ফোর্সেস কর্তৃক গত ২৭ নভেম্বর ২০২২ হতে ০৩ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত “এলিট স্পোর্টস-২০২২” টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত এলিট স্পোর্টস-২০২২ এ ভলিবল, ব্যাডমিন্টন (একক এবং দ্বৈত), ক্যারামবোর্ড (একক এবং দ্বৈত), দাবা, টেবিল টেনিস এবং লন টেনিস (একক এবং দ্বৈত), বিলিয়ার্ড/¯œুকারসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় র্যাব ফোর্সেস সদর দপ্তরের সকল উইং এবং সকল ব্যাটালিয়নের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অদ্য ০৩ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ১৪৪৫ ঘটিকায় র্যাব ফোর্সেস সদর দপ্তরের শহীদ লেঃ কর্নেল আজাদ মেমোরিয়াল হলে ‘‘এলিট স্পোর্টস-২০২২’’ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অংশগ্রহণকারী সদস্যদেরকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেস এর সম্মানিত মহাপরিচালক এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। আরো উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের সকল পরিচালকবৃন্দ ও ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়কগণ। এছাড়াও উপস্থিত ছিলেন, র্যাব ফোর্সেস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ডিএডি এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ।
মহাপরিচালক র্যাব ফোর্সেস মহোদয়ের উপস্থিতিতে ‘‘এলিট স্পোর্টস-২০২২’’ এর চূড়ান্ত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কমিউনিকেশন এন্ড এমআইএস উইং এবং রানারআপ হওয়ার গৌরব অর্জন করে প্রশাসন ও অর্থ উইং। অফিসারগণের মধ্য হতে লন টেনিস দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, (সি), বিপিএম (বার), পিএসসি, বিএন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান, টেবিল টেনিস প্রতিযোগিতায় এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মেজর মোঃ কামরুল হোসেন, বিপিএম (সেবা) এবং দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান তালুকদার, পিএসসি ও মেজর মোঃ হাসান শাহরিয়ার, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান এবং দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মেজর মোহাম্মদ মাসুদ হায়দার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান, বিলিয়ার্ড/¯œুকার খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন স্কোয়াড্রন লীডার মোঃ মাসুদুর রহমান, প্রশাসন ও অর্থ উইং। এছাড়াও, সকল উইং ও ব্যাটালিয়নের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত ক্যারাম দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন প্রশাসন ও অর্থ উইং, দাবা খেলায় চ্যাম্পিয়ন কমিউনিকেশন এন্ড এমআইএস উইং, ব্যাডমিন্টন (একক) এ চ্যাম্পিয়ন তদন্ত উইং এবং ব্যাডমিন্টন দ্বৈত (মহিলা) এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইন্টেলিজেন্স উইং।
‘‘এলিট স্পোর্টস-২০২২’’ সমাপনী বক্তব্যে র্যাব ফোর্সেস এর মহাপরিচালক বলেন, খেলাধুলার মাধ্যমে একজন প্রতিযোগির সাহসিকতা, দৃঢ়তা এবং নির্ভীকতা প্রকাশ পায়। তিনি আরও বলেন, প্রতিযোগিতায় বিজয় লাভ অবশ্যই শ্রেয়, কিন্তু বিজয়ের জন্য প্রচেষ্টা শ্রেয়তর। ‘‘এলিট স্পোর্টস-২০২২’’ প্রতিযোগিতা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আয়োজনকারী উইং ও ব্যাটালিয়নকে ধন্যবাদ জ্ঞাপন এবং সেই সাথে যারা স্বতস্ফুর্তভাবে স্বল্প সময়ে অনুশীলনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‘‘এলিট স্পোর্টস-২০২২’’কে সাফল্যমন্ডিত করেছেন তাদেরকেও ধন্যবাদ ও অভিনন্দন জানান। ভবিষ্যতে ‘‘এলিট স্পোর্টস’’ আরো আকর্ষণীয়, জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, র্যাব মহাপরিচালক র্যাব ফোর্সেস এর খেলাধূলার মান আরও উত্তরোত্তর বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ‘‘এলিট স্পোর্টস-২০২২’’ এর সমাপ্তি ঘোষণা করেন।