ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে নামার র্যাম্প খুলে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১৬তম র্যাম্প খুলল।
র্যাম্পটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) কিছুটা সামনে নেমেছে। এটি দিয়ে বিমানবন্দর, বনানীসহ বিভিন্ন পয়েন্ট থেকে উঠে হাতিরঝিল, মগবাজার ও মিন্টো রোডসহ পাশ্ববর্তী এলাকায় নামা যাবে।
বুধবার সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ র্যাম্পের উদ্বোধন করেন। প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে হাতিরঝিল ও পান্থকুঞ্জ অংশে কাজ চলছে। এখানে সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য একটা সংযোগ সড়ক হবে।
এর আগে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরসংলগ্ন কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ওঠানামা মিলিয়ে ১৫টি র্যাম্প খুলে দেওয়া হয়। আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১৬তম র্যাম্প খুলে দেওয়া হলো।