এশিয়ার সেরা মুখ ভূমি

পিবিএ ডেস্ক: দম লাগা কে হেইসা’ দিয়ে বলিউডে অভিষেক হয় ভূমি পেডনেকারের। সাধারণত প্রথম সিনেমায় যথাসম্ভব গ্ল্যামারাস অবতারে হাজির হন ভারতীয় নায়িকারা, সেখানে ভূমি বেছে নেন মেদবহুল তরুণীর লুক। আয়ুষ্মান খুরানার বিপরীতে ওই সিনেমায় দারুণ সফল হন এই নায়িকা। তারপর পিছু ফিরতে হয়নি তাকে।

একে একে ব্যতিক্রম সব প্রজেক্ট বাগিয়ে নেন। সেই খবর আন্তর্জাতিক মহলেও পৌঁছে গেছে। ভূমি পেলেন পুরস্কার। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় উড়ে গেছেন ভূমি। বুসান চলচ্চিত্র উত্‍সবে দেখানো হবে তার ছবি ‘ডোলি কিটি আউর ওহ চমকতে সিতারে’। সেখানেই এক অনন্য সম্মান পেলেন। ভূমির হাতে তুলে দেওয়া হলো এ বছরের ‘ফেস অব এশিয়া অ্যাওয়ার্ড’।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেড় শতাধিক পরিচালক ও ফিল্ম সেলিব্রিটি। পুরস্কার হাতে নিয়ে ভূমি বলেন, “এই পুরস্কার পেয়ে আমি অভিভূত। ভেবে খুবই ভালো লাগছে যে আমার কাজ বুসানের দর্শক ও সমালোচকদের ভালো লেগেছে। এটা আমার প্রথম আন্তর্জাতিক পুরস্কার। তাই খুবই গর্বিত। এই ছবির গোটা টিমকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে সুযোগ দেওয়ার জন্য পরিচালক অলংকৃতা শ্রীবাস্তব ও প্রযোজক একতা কাপুরকে অসংখ্য ধন্যবাদ। মাঝে কিছু চলচ্চিত্রে গ্ল্যামারাস অবতারে ফিরলেও সামনে ভূমিকে দেখা যাবে ষাটোর্ধ্ব বৃদ্ধার লুকে। তাপসী পান্নুর সঙ্গে শার্প শুটার চরিত্রে অভিনয় করেছেন ‘ষান্ড কি আঁখ’-এ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...