পিবিএ ডেস্ক : বিরল কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় তরুণী অঙ্কিতি বোস! এই প্রথম কোনও ভারতীয় নারী হিসেবে ইউনিকর্ন মর্যাদার কোনও স্টার্টআপ-এর সিইও হলেন তিনি। ফ্যাশন ই-কর্মাস প্ল্যাটফর্ম জিলিংগো ইউনিকর্ন মর্যাদা লাভ করায় তার সিইও হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন ২৭ বছরের অঙ্কিতি বোস।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ফ্যাশন ই-কমার্স প্ল্যাটফর্ম জিলিংগোর হেড কোয়ার্টার সিঙ্গাপুরে। আইআইটি গুয়াহাটির প্রাক্তন ছাত্র ধ্রুব কাপুরের সঙ্গে এই স্টার্টআপ তৈরি করেন মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তন ছাত্রী অঙ্কিতি বোস। শেষ হিসেব অনুযায়ী জিলিংগো বর্তমানে ৯৭০ মিলিয়ন ডলারের কোম্পানি। ব্যবসায় ভাষায় বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ১ বিলিয়ন ডলার মূল্যের স্টার্টআপকে ইউনিকর্ন বলা হয়। জিলিংগো-র ইউনিকর্ন স্ট্যাটাস পাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।
গতকাল মঙ্গলবার এই কোম্পানি জানায়, তারা সিকুইয়া ক্যাপিটাল ও তেমাসেক হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের মতো বিনিয়োগকারীদের কাছ থেকে ২২ কোটি ৬০ লাখ ডলার সংগ্রহ করেছে। সর্বশেষ অর্থায়নের ফলে জিলিংগোর বাজারমূল্য দাঁড়াবে ৯৭ কোটি ডলার। এর ফলে অঙ্কিতি বসু হলেন এশিয়ায় এত বড় কোম্পানির সবচেয়ে কম বয়সী নারী সিইও।
পিবিএ/জিজি