পিবিএ ডেস্ক: লাহোরে পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল হারলেও ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কায় পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে জুনিয়র টাইগ্রেসরা।
কলোম্বোতে গ্রুপ পর্বের সকল ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নতুন সূচিতে আজ পাকিস্তান নারী ইমারজিং দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী ইমার্জিং দল। এ ম্যাচে পাকিস্তানকে ৬৫ রানে হারিয়েছে বাঘিনীরা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটে দারুন সুচনা পায় বাংলাদেশ। ইশমাকে নিয়ে ৬১ রানের ওপেনিং জুটি গড়েন তিনি। দারুণ ব্যাটিং করে তুলে নেন অর্ধশতক। দুর্ভাগ্যবসত ৬৯ রানে রান আউট হয়ে ফিরে যেতে হয় তাকে। পরবর্তীতে ফাহিমা খাতুনের অপরাজিত ৩০ রানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৮১ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক শায়লা শার্মিন-নাহিদাদের বোলিংতোপে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ১১৬ রানেই অলআউট হয় তারা।
বাংলাদেশের হয়ে শায়লা শারমিন ও রাবেয়া সর্বোচ্চ ৩ টি করে উইকেট নেন।
পিবিএ/ইকে