এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে যা বললেন সাকিব

আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। তার আগে বাংলাদেশের বড় পরীক্ষার মঞ্চ এশিয়া কাপ। সে লক্ষ্যে মিরপুরে সবশেষ প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগার ক্রিকেটাররা।

গত ১২ই আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদসস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকে প্রস্তুতি ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। রোববার এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব-লিটনরা।

তার আগে শনিবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ পরিকল্পনা জানিয়ে সাকিব বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জয়। আমরা প্রতিটি ম্যাচ আলাদা আলাদা করে টার্গেট করবো। ওয়ান বাই ওয়ান জয়ের পরিকল্পনা।’

প্রসঙ্গত, এশিয়া কাপের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট ক্যান্ডিতে শ্রীলংকার মুখোমুখি হবে। আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে আফগানিস্তানকে।

আরও পড়ুন...