পিবিএ বিনোদন: এসএসসি পরীক্ষায় নিজের ফলাফল নিয়ে মিথ্যাচার করেছে পূজা চেরী। ফলাফল নিয়ে পূজা গণমাধ্যমকে ভুল তথ্য দিয়েছেন। গণমাধ্যমকে জানিয়েছিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় অংশ নিয়ে ৪.৩৩ পেয়েছেন। কিন্তু ফলাফল নিয়ে পূজা গণমাধ্যমকে ভুল তথ্য দিয়েছেন বলে জানা যায়। পরে তার রোল নং সহ রেজাল্ট ঘেটে জানা যায় তিনি ৩.৩৩ পেয়েছেন।
পূজা চেরি জানিয়েছিলেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় অংশ নিয়ে ৪.৩৩ পেয়েছেন। এমনকি নিজের এই ফলের জন্য তার মা ঝর্ণা রায়েরও অবদান রয়েছে। এদিকে ফলাফল নিয়ে এমন মিথ্যাচার কারণ কি জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবারই তিনি ফোনটি কেটে দেন।
পূজা চেরি রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেন। তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী। পূজা চেরি অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে; ‘নূর জাহান’, ‘পোড়ামন টু’ ও ‘দহন’।
উল্লেখ্য, সোমবার (৬ মে) প্রকাশ হয় এসএসসি পরীক্ষার ফলাফল। বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
পিবিএ/এমএস