এসএসসি পরীক্ষায় কেমন রেজাল্ট করেছে পূজা চেরি

পিবিএ,বিনোদন : প্রকাশ হয়েছে এসএসসি পরীক্ষার ফল। সোমবার (০৬ মে) সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এদিকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে ৪.৩৩ পেয়েছেন বড় পর্দার তারকা পূজা চেরি। পূজা চেরি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘আশা ছিল এ প্লাস পাব। কিন্তু তারপরও আমি খুবই খুশি। এসএসসি পরীক্ষার আগে চলচ্চিত্রের কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়েছে। আবার ছিল প্রচারণার ব্যস্ততা। এর মাঝেও আমি পড়াশোনা করেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

পূজা চেরি আরো জানালেন, নিজের এই ফলের জন্য তার মা ঝর্ণা রায়েরও অবদান রয়েছে। পূজা চেরি রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেন। তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী। নায়িকা পূজা চেরি অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে; ‘নূর জাহান’, ‘পোড়ামন টু’ ও ‘দহন’।

পিবিএ/এমএস

আরও পড়ুন...