পিবিএ,ঢাকা: রাজধানীর উত্তরায় এসএ পরিবহন অফিসে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার সকালে উত্তরার ৬ নম্বরের সেক্টরের আলাওল অ্যাভিনিউ এলাকার ২০ নম্বর বাড়ির ওই এসএ পরিবহনের অফিস থেকে ইয়াবাগুলো জব্দ করে র্যাব-৩-এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি চালান ঢাকায় এসেছে বলে আমাদের কাছে তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে এসএ পরিবহনে অভিযান চালিয়ে ইয়াবাগুলো পাওয়া যায়। দুপুর ২টায় সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
পিবিএ/হক