এসডিজি বাস্তবায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

পিবিএ,দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বিশ্বে বাংলাদেশ শুধু আজকে উন্নয়নের রোল মডেল নয়, দেশ অদম্য অপ্রতিরোধ্য গতিতে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত সহ¯্রাবদ্ধ উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জিত হবে।

এসডিজি বাস্তবায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি

২০৩০ সালের মধ্যে ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গড়াল লক্ষ্যে এবং ৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করার আশা নিয়ে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (সাসটেইনেবল ডেভলোপমেন্ট গোল) এসডিজি বাস্তবায়ন বিষয়ে দিনাজপুরে আয়োজিত জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ অন্যান্যরা।

বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত দিনব্যাপি কর্মশালায় অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পেশাজীবি সংঠনের জনপ্রতিনিধি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ সেবা অধিপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক রাজ্জাকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের নাটোরের উপ পরিচালক গোলাম রাব্বীসহ অন্যান্যরা।

পিবিএ/এসএ/আরআই

আরও পড়ুন...