পিবিএ, ঢাকা : বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধা বঞ্চিত শিশুদের অনুভূতি ভাগ করে নেওয়ার প্রত্যয়ে শিশুদের সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছেন সোস্যাল চেইন ফর ডেভেলপমেন্ট (এসসিডি)
১৪ ফেব্রুয়ারি শুক্রবার মিরপুর ১০, এভিনিউ ৫ এই বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয়।
এক মাত্র সামাজিক বন্ধন পারে আমাদের সমাজ কে উন্নত করতে এই স্লোগানে প্রায় অর্ধ শতাধিক শিশুর হাতে একটি করে গোলাপের স্টিক ও মিষ্টি ,সিঙ্গারা ,কমলা তুলে দেন সোস্যাল চেইন ফর ডেভেলপমেন্ট (এসসিডি) সদস্য বৃন্দ । এই সময় তারা শিশুদের খাবার দিলে শিশুরা অত্যান্ত খুশি হন। আবেগ আপ্লুত হয়ে তাকিয়ে থাকেন। সোস্যাল চেইন ফর ডেভেলপমেন্ট (এসসিডি) এর উপদেষ্টা এনটিভির সংবাদ পাঠক শারমিন নাহার লিনা বলেন আজকের দিনটা আমার জন্য অত্যান্ত স্পেশ্যাল দিন। আজকে সুবিধা বঞ্চিত শিশুদের খাওয়াতে পেরে নিজের কাছে খুব শান্তি লাগছে। আজ এদের মর্ধে আমার সুখ শান্তি খুঁজে পেয়েছি। এই দিবসে আজ আমার ভালোবাসাটা স্বার্থক হয়েছে।
পরে দীর্ঘ সময় তাদের সাথে গল্পে গল্পে সময় কাটিয়ে আনন্দে মেতে ওঠি আমরা সবাই। জীবনে প্রথমবারের মত এমন ভালবাসায় আপ্লুত হয় শিশু গুলো।ভালবাসা দিবস বলতে তাদের কাছে আলাদা কোন বিশেষত্ব নেই। তবে, হঠাৎ এমন আয়োজনে শিশুদের চোখে মুখে আনন্দ উচ্ছাস ছিলো দেখার মত। এই সময় উপস্থিত ছিলেন
মোহাম্মদ আমিনুল ইসলাম ,প্রতিষ্ঠাতা সভাপতি ,সোস্যাল চেইন ফর ডেভেলপমেন্ট (এসসিডি), পাওয়ার স্টেশনের সিউ কাব্য আহমেদ সহ আরো অনেকে।
পিবিএ/জেডআই